অপারেশন 'HAECHI III' নামে ১০০০ সাইবার ক্রিমিনাল এবং ১৩০ মিলিয়ন ক্রিপ্টো কারেন্সি জব্দ করেছে ইন্টারপোল

 


সম্প্রীতি ইন্টারপোল সারা বিশ্বের অনেকগুলো দেশে একই সাথে অপারেশন পরিচালনা করে ১০০০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাদের এই অপারেশনে যারা ফ্রড এবং দুর্নীতি করে ক্ষিপ্ত কারেন্সি এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহ করত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ইন্টারপোলের একটি ব্যাখ্যায় তারা বলে এখন পর্যন্ত প্রায় 129 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

এই বছরের জনের ২৮ তারিখ থেকে শুরু করে নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত ইন্টারপোল এই অপারেশন পরিচালনা করে এবং অপারেশন টির নাম দেওয়া হয় 'HAECHI III'। সারা বিশ্বের সকল স্পাই একসাথে কাজ করেছে এই অপারেশনে এবং পাঁচ মাসের বেশি ধরে চলেছে এই অপারেশন। 

৯৭৫ জন স্বাধীন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই অপারেশনের মাধ্যমে এবং এছাড়াও সারা বিশ্বে চলমান প্রায় এক হাজার ছয়ষট্টি সাইবার ক্রাইমূলক কেইস বন্ধ করে দেয়া হয়েছে 'HAECHI III' অপারেশন পরিচালনা করার মাধ্যমে। 

এই অপারেশনের একটি বড় অংশ সাউথ কোরিয়াই পরিচালনা করা হয়েছে যেখানে দুই পালাতক ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি ইন্টারপোল তাছাড়াও পঞ্জি স্কিমে ( Ponzi scheme ) জড়িত প্রায় ২৮ মিলিয়নের বেশি অর্থ এবং দুই হাজার সাধারণ মানুষকে ছিনতাই করেছে এই সাইবার ক্রাইম অপরাধীরা।

এই বিষয়ে ইন্টারপ্রোল থেকে আরো জানা যায় যে তারা এই অপারেশন পরিচালনা করার মাধ্যমে প্রায় 268 bank এবং এর সাথে সংযুক্ত ভার্সন একাউন্ট গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে ঐ সমস্ত ব্যাংকে আর কোন সাইবার অপরাধের টাকা প্রবেশ করতে না পারে। অপারেশন চলাকালে প্রায় ৯৫ টি ইন্টারপোল notice publish করা হয়েছে এবং এতে প্রায় ১৫৬ টি নতুন ক্রাইম কে যুক্ত করা হয়েছে।

ইন্টারপোল অপারেশনের মাধ্যমে যে সমস্ত অপরাধীদের প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়েছে সেই অপরাধ গুলোর মধ্যে :

  • রেমিটেন্স কেলেঙ্কারী
  • ভয়েস ফিশিং
  • সেক্সটর্শন
  • বিনিয়োগ জালিয়াতি
  • অর্থপাচার করা
  • অবৈধ অনলাইন জুয়া

ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোস (NCBs) নেটওয়ার্কের মাধ্যমে, IFCACC (ইন্টারপোলের আর্থিক অপরাধ ও দুর্নীতি দমন কেন্দ্র) অপারেশন HAECHI III অপারেশনকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করেছে।  এবং এই অপারেশন টি সুস্থভাবে পরিচালনা করতে ৩০ টি দেশ যথাযথভাবে সমর্থন দিয়েছে এবং ইন্টারপোলকে সাহায্য করেছে।

এছাড়াও, অপারেশনের সময় ইন্টারপোল দ্বারা আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা হলো - যে স্ক্যামাররা বিনিয়োগ কেলেঙ্কারির শিকার ব্যক্তিদের সাথে তথ্য আদান-প্রদানের জন্য এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করছে।

অপারেশন HAECHI III এর দুটি গুরুত্বপূর্ন হাইলাইট :

  • এটা নিশ্চিত করা হয়েছে যে, দুই কোরিয়ান নাগরিককে ইতালি এবং গ্রীসে 2,000 কোরিয়ান ভিকটিমদের কাছ থেকে $29,100,000 চুরি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
  • ভারতে অবস্থিত একটি সাইবার ক্রাইম গ্রুপের সদস্য যারা ইন্টারপোল অফিসারদের ছদ্মবেশ ধারণ করেছিল তাদের গ্রেফতার করা হয়েছে। এই সংস্থার সদস্যরা তাদের ভিকটিমদের ক্রিপ্টোকারেন্সিতে মোটা অঙ্কের চাঁদাবাজি করার জন্য ডেকে প্রতারণা করেছিল যা প্রায় $159,000 ডলারের সমতুল্য।

যেসব দেশে অভিযান পরিচালনা করা হয় :

  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • ব্রুনাই
  • কম্বোডিয়া
  • কোট ডি আইভরি
  • ফ্রান্স
  • ঘানা
  • হংকং, ( চীন)
  • ভারত
  • ইন্দোনেশিয়া
  • আয়ারল্যান্ড
  • জাপান
  • কোরিয়া
  • কিরগিজস্তান
  • লাওস
  • মালয়েশিয়া
  • মালদ্বীপ
  • নাইজেরিয়া
  • ফিলিপাইন
  • পোল্যান্ড
  • রোমানিয়া
  • সিঙ্গাপুর
  • স্লোভেনিয়া
  • দক্ষিন আফ্রিকা
  • স্পেন
  • সুইডেন
  • থাইল্যান্ড
  • সংযুক্ত আরব আমিরাত
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র

INTERPOL’s ARRP :

INTERPOL’s ARRP (Anti-Money Laundering Rapid Response Protocol) global stop-payment mechanism তদন্তকারীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়। ARRP  'HAECHI III'  অপারেশনে তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং নিজেদের রিসোর্স ব্যবহার করেছে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশগুলো ARRP এর কাছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের আবেদন পত্র এবং অনুরোধ জমা দিচ্ছে এবং তাদের দেশে অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করছে। এখন পর্যন্ত ARRP সাইবার গঠিত অপরাধের তদন্তমূলক কার্যক্রম সম্পাদনের মাধ্যমে শুধুমাত্র ২০২২ সালের জানুয়ারি থেকে ১২০ মিলিয়নের বেশি অর্থ পুনরুদ্ধার করেছে যা সাইবার এটাক এর মাধ্যমে হ্যাকাররা নিজেদের আয়ত্তে নিয়েছিল।

Post a Comment

Cookie Consent & নীতিমালা -
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

১ . অনিচ্ছাকৃত কপিরাইট কন্টেন্ট ১০ ঘণ্টার মধ্যে রিমুভ করার জন্য আমাদেরকে মেইল করুন।

২ . মুভি দেখা হারাম। তাই মুভি রিভিউ পড়ে মুভি দেখলে আপনার পাপ আপনার ঘাড়েই পড়বে। আমরা শুধু আমাদের কথাটা বলছি।

৩ . বইয়ের ক্ষেত্রে অনিচ্ছাকৃত কোন বই পাবলিশ হলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন। আমরা ২ ঘণ্টার মধ্যে বইটি রিমুভ করবো ।

৪ . মুভি নিয়ে আরো তথ্য , আমাদের Contact Information . বইয়ের কপিরাইট ও মেইল।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.