Wireshark হল এমন একটি অ্যাপ্লিকেশন অথবা সাইবার সিকিউরিটি টুলস যার দ্বারা কোন ওয়েবসাইট ওয়েব সার্ভার কিংবা নেটওয়ার্কের প্যাকেট এনালাইসিস করা যায়। বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় টুল হচ্ছে এটি। নিত্য নতুন আপডেটের ফলে এবং বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করার ফলে এই টুলটি বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স এবং জনপ্রিয় টুলস হিসেবে পরিচিতি পেয়েছে।
বিশ্বের বড় বড় সাইবার স্পেশালিস্ট এবং নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটররা Wireshark ব্যবহার করে তাদের সফটওয়্যার কিংবা সার্ভারের প্যাকেট এনালাইসিস করে থাকে। এছাড়াও ইথিক্যাল হ্যাকার এবং অন্যান্য হ্যাকাররা Wireshark ব্যবহার করে তাদের গুরুত্বপূর্ণ কার্য সাধন করে থাকে। এছাড়াও অনেক কোম্পানি বিজনেস পারপাসে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। বর্তমানে Wireshark 4.0.0 থেকে Wireshark 4.0.1 রিলিজ পেয়েছে।