রিলিজ হয়ে গেলো Wireshark 4.0.1 – যা থাকছে নতুন এই আপডেটে

 

Wireshark হল এমন একটি অ্যাপ্লিকেশন অথবা সাইবার সিকিউরিটি টুলস যার দ্বারা কোন ওয়েবসাইট ওয়েব সার্ভার কিংবা নেটওয়ার্কের প্যাকেট এনালাইসিস করা যায়। বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় টুল হচ্ছে এটি। নিত্য নতুন আপডেটের ফলে এবং বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করার ফলে এই টুলটি বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স এবং জনপ্রিয় টুলস হিসেবে পরিচিতি পেয়েছে।


বিশ্বের বড় বড় সাইবার স্পেশালিস্ট এবং নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটররা Wireshark ব্যবহার করে তাদের সফটওয়্যার কিংবা সার্ভারের প্যাকেট এনালাইসিস করে থাকে। এছাড়াও ইথিক্যাল হ্যাকার এবং অন্যান্য হ্যাকাররা Wireshark ব্যবহার করে তাদের গুরুত্বপূর্ণ কার্য সাধন করে থাকে। এছাড়াও অনেক কোম্পানি বিজনেস পারপাসে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। বর্তমানে Wireshark 4.0.0 থেকে Wireshark 4.0.1 রিলিজ পেয়েছে।


Wireshark 4.0.1 যেসব প্লার্টফর্ম সাপোর্ট করে থাকে -


১. উইন্ডোজ
২. ম্যাক
৩. লিনাক্স
৪. BSD

নতুন যা যা থাকছে Wireshark 4.0.1 :

Wireshark 4.0.1 বেশ কিছু মেজর আপডেট এসেছে। এছাড়াও ঈশ্বরদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সমস্যা গুলো সমাধান করা হয়েছে। যা যা আপডেট হলো :

 

১. Analysis
২. Troubleshooting
৩. Education
৪. Development

আরো কিছু আপডেট :

১. বর্তমানে windows এর জন্য কোন অফিসিয়াল 32 বিট প্যাকেজ নেই। অর্থাৎ আপনি চাইলেই ৩২ বিট উইন্ডোজে সফটওয়্যারটি ইন্সটল করতে পারবেন না। সফটওয়্যারটি নেশাও করার জন্য আপনাকে ৬৪ বিটের কম্পিউটার প্রয়োজন। বর্তমানে তারা QT ৫.১২.২ ভার্সন উইন্ডোজ ইনষ্টল এর জন্য পাঠানো হয়।

 

২. বর্তমান ভার্সনটি <….> Experimental সেটিংটি বাদ দিয়ে দেয়। এর পরিবর্তে আপনারা : (কোলন) ব্যাবহার করতে পারবেন।




Wireshark 4.0.1 যেই বাগ গুলো ফিক্স করা হয়েছে :

  • Comparing a boolean field against 1 always succeeds on big-endian machines.
  • Qt: MaxMind GeoIP columns not added to Endpoints table.
  • Fuzz job crash output: fuzz-2022-10-04-7131.pcap.
  • The RTP player might not play audio on Windows.
  • Wireshark 4.0 breaks display filter expression with > sign.
  • Capture filters not working when using SSH capture and dumpcap.
  • Packet diagram field values are not terminated.
  • Packet bytes not displayed completely if scrolling.
  • Fuzz job crash output: fuzz-2022-10-13-7166.pcap.
  • Decoding bug H.245 userInput Signal.
  • CFDP dissector doesn’t handle \”destination filename\” only.
  • Home page capture button doesn’t pop up capture options dialog.
  • Missing dot in H.248 protocol name.
  • Missing dot for protocol H.264 in protocol column.
  • Fuzz job crash output: fuzz-2022-10-23-7240.pcap.

Wireshark 4.0.1 যেই প্রটোকল সাপোর্ট করে :

  • ASN.1 PER
  • CFDP
  • Diameter
  • DirectPlay
  • F5 Ethernet Trailer
  • GTP
  • H.223
  • H.248
  • H.264
  • H.265
  • IEEE 802.11
  • IPv4
  • MBIM
  • O-RAN FH CUS
  • PFCP
  • RTCP
  • SCTP
  • SMB
  • TCP
  • TRANSUM


Post a Comment

Cookie Consent & নীতিমালা -
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

১ . অনিচ্ছাকৃত কপিরাইট কন্টেন্ট ১০ ঘণ্টার মধ্যে রিমুভ করার জন্য আমাদেরকে মেইল করুন।

২ . মুভি দেখা হারাম। তাই মুভি রিভিউ পড়ে মুভি দেখলে আপনার পাপ আপনার ঘাড়েই পড়বে। আমরা শুধু আমাদের কথাটা বলছি।

৩ . বইয়ের ক্ষেত্রে অনিচ্ছাকৃত কোন বই পাবলিশ হলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন। আমরা ২ ঘণ্টার মধ্যে বইটি রিমুভ করবো ।

৪ . মুভি নিয়ে আরো তথ্য , আমাদের Contact Information . বইয়ের কপিরাইট ও মেইল।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.