পাইথন ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পাইথনের অফিশিয়াল সফটওয়্যারটি ইন্সটল করে নিতে হবে। বর্তমানে পাইথন ভার্সন ৩ সফটওয়্যারটি সব জায়গায় ব্যবহৃত হচ্ছে এবং এটি পাইথন প্রোগ্রামিং এর সবচেয়ে আপডেট ভার্সন। আমরা আমাদের করছে পাইথন ভার্সন ৩ শিখব।
পাইথন সফটওয়্যার ইনস্টলেশন:
১ . পাইথন ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম পাইথন ডট ওয়ারজি [ python.org ] ওয়েবসাইটে প্রবেশ করব। অথবা google এ পাইথন লিখে সার্চ দিলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আমরা প্রবেশ করব।
২. এরপর আমরা ডাউনলোড মেনু থেকে সর্বশেষ রিলিজ হওয়া পাইথন ভার্সনটি ডাউনলোড করে নেব। বিস্তারিতভাবে বোঝার জন্য আমরা আমাদের তৈরি করা ভিডিওটি অথবা নিচের দেওয়া স্ক্রিনশট গুলো অনুসরণ করবো।
৩. ডাউনলোড করা হয়ে গেলে আমরা সফটওয়্যার টি ইন্সটল করে নেব।
৪. ইনস্টল করার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হল সবচেয়ে নিচে "Add python.exe to path" চেকবক্স টি মার্ক করে দিতে হবে।
৫. এরপর সাধারন নিয়মে যেভাবে একটি সফটওয়্যার ইন্সটল করা হয় ঠিক সেভাবে আমরা পাইথন সফটওয়্যার টি ইন্সটল করে নেব।




পাইথন সফটওয়্যার ইনস্টলেশন চেক :
১. পাইথন সফটওয়্যার ইন্সটল করার পর সফটওয়্যার টি সঠিকভাবে আমাদের কম্পিউটারে ইন্সটল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা উইন্ডোজ মেনু থেকে CMD বা কমান্ড লাইন ওপেন করে নেব।
২. এরপর কমান্ড লাইনে আমরা পাইথন লিখে ইন্টার প্রেস করব। কমান্ডটি এক্সিকিউট করার পর আমাদের কম্পিউটারের কমান্ড লাইনে পাইথনের ভার্সন দেখা যাবে। যদি পাইথনের ভার্সন দেখা না যায় তাহলে বুঝে নিতে হবে আমাদের কম্পিউটারে পাইথন সঠিকভাবে ইন্সটল হয়নি।
python
৩. সঠিকভাবে পাইথন ইনস্টল না হলে আমরা পুনরায় সফটওয়্যারটি ইন্সটল করে নেব অথবা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী সমস্যাটি সমাধান করে নেব। যদি আমাদের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী পাইথন ইনস্টলেশন করতে না পারেন সে ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা বিষয়টি দেখব।


অনলাইনে পাইথন ব্যবহার :
পাইথন শেখার ক্ষেত্রে আমরা অনেকেই মোবাইল ব্যবহার করে থাকি। আবার অনেকে এমন কোন প্লাটফর্ম খুঁজে যেখানে পাইথন প্রোগ্রামিং করলে আমরা সর্বদা সব জায়গায় এক্সেস পাব যেটাকে বলে ক্রস কম্পিউটার কিংবা ক্রস ব্রাউজারে এক্সেস পাওয়া। ঠিক এরকম সুবিধার জন্যই আমরা একটি অনলাইন ওয়েবসাইট ব্যবহার করব যারা আমাদেরকে অনলাইনে পাইথন প্রজেক্ট রান করার সুবিধা দিয়ে থাকে।
আমরা সেখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো প্র্যাকটিস করতে পারবো রান করতে পারব এবং অন্যান্য সকল ধরনের সুবিধা আমরা সেখানে পেয়ে যাব। উল্লেখ্য যে মোবাইল ব্যবহারকারীরাও ঠিক একই পদ্ধতিতে পাইথন শিখতে পারবেন এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে এবং কোন ধরনের কোট এডিটর ইনস্টলেশন ছাড়াই এই ওয়েবসাইটটি কাজ করে থাকে।
১. সর্বপ্রথম আমরা replit.com ওয়েবসাইটে পরিবেশ করব এবং সেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করে নেব।
২. অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সবচেয়ে উপরে Sing Up বাটনে ক্লিক করব এবং আমাদের কাছে যে সমস্ত তথ্যগুলো চাওয়া হবে আমরা সেগুলো এক এক করে দিতে থাকব।




৩. সবচেয়ে সহজ উপায় হলো একটি গুগল একাউন্টের মাধ্যমে কানেক্টিং উইথ গুগল অপশনটি ব্যবহার করে এক ক্লিকে সাইন আপ করে নেওয়া।




৪. এবং সবশেষে আমরা Create বাটনে ক্লিক করে টেমপ্লেট এর স্থানে পাইথন সার্চ করব। এরপর যেকোনো একটি পাইথন সিলেক্ট করে আমরা টাইটেলে আমাদের প্রোজেক্টের নাম দিব। এবং সবশেষে আমরা Create Repl এ ক্লিক করলেই সাথে সাথে আমাদের কোড এডিটরটি ওপেন হয়ে যাবে।
৫. লেখাতে বিষয়গুলো একটু জটিল মনে হলেও প্রকৃতপক্ষে আপনি যখন ব্রাউজারে দেখবেন তখন বিষয়টি একদম সহজ হয়ে যাবে। তারপরও বুঝতে না পারলে আমরা নিচের স্ক্রিনশট গুলি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করব অথবা ভিডিওতে দেখানো পদ্ধতিটি সম্পূর্ণরূপে অনুসরণ করব।


ঠিক এভাবেই আমরা আমাদের কম্পিউটারে কিংবা ব্রাউজারে পাইথনের অফিসিয়াল সেটাপ করে ফেলতে পারি। এই অফিশিয়াল সেটআপকে পাইথন এনভাইরনমেন্ট বলা হয় যেখানে আমরা পাইথনের বিভিন্ন ধরনের কোড লিখব রান করব এবং মজা শহিত পাইথন শিখব।
পরবর্তী টিউটোরিয়ালে আমরা বেসিক পাইথন প্রোগ্রামিং এবং সে সম্পর্কিত আরো বেশ কিছু তথ্যাদি সম্পর্কে জানতে পারবো।