বইয়ের নাম : সুন্নাহ্ এর আইনগত মর্যাদা
লেখক : মুফতি তাকি উসমানী
পেইজ : ১০৭
ভাষা : বাংলা
কোয়ালিটি : ভালো
তাকি উসমানি

মুফতি তাকি ওসমানী একজন পাকিস্তানি বিচারক ও ইসলামী অর্থনীতিবিদ যিনি তিন অক্টোবর ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ইসলামী আদর্শ পরিষদের সদস্য এবং ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি এই অর্গানাইজেশনের সদস্য ছিলেন। ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরীয়ত আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব ছিলেন।
তিনি এখন পর্যন্ত ইসলাম বিষয়ক অসংখ্য বই উর্দু এবং আরবি ভাষায় লিখেছেন এবং কিছু কিছু বই ইংরেজি ভাষায় লিখেছেন। এছাড়াও ভ্রমণ বিষয়ক লেখালেখি ও বই রয়েছে তার। তার পাঠক সংখ্যাও নিত্যান্ত কম নয়। ইসলামের বর্তমান যুগের বিভিন্ন বিষয়বলির উপর ধারণা পাওয়া যায় তার বইতে। যেমন তিনি সুদ বিহীন ব্যাংকিং, দুনিয়ার ওপারে, পৃথিবীর দেশে দেশে, জীবনের শ্রেষ্ঠ সম্পদ, ইসলামিক ব্যাংকিং, ইসলাহী খুতুবাদ সহ আরো অনেক নামকরা বই উপহার দিয়ে গেছেন বিশ্ববাসীকে।
বাংলা ভাষায় ও তার প্রায় সব বই অনুবাদ করা হয়েছে। এখন পর্যন্ত তার লেখা ৩৫ টি অনুবাদকৃত বাংলা ভাষায় অনলাইনে পাওয়া যায়।
সর্বস্তরের পাঠকদের কথা বিবেচনায় আমরা তার বইগুলো আমাদের অনলাইন লাইব্রেরীতে আপলোড করছি। ইসলাম সম্পর্কে জানুন ও ইসলাম নিয়ে বাচুন। .
বই পরিচিতি :
কপিরাইট : বইয়ের অথর কপিরাইট দেওয়ার সাথে সাথে বইটি রিমুভ করা হবে। বইটি শুধুমাত্র অনলাইনে পড়তে পারবেন। বইয়ের লেখক কপিরাইট ক্লেইম করলে বইটি আমাদের ওয়েবসাইট থেকে ডিলেট করে ফেলা হবে।
নোট : অনলাইন লাইব্রেরী করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। আপনি আমাদের ওয়েবসাইট থেকে বইটি পড়তে পারবেন কিন্তু ডাউনলোড করতে পারবেন না। সল্প পরিশ্রমে ও বিনামূল্যে জ্ঞান বিতরণ সবাইকে বই পড়ার আনন্দ দিতেই আমাদের এই কার্যক্রম।