বইয়ের নাম : হু মুভড মাই চিজ
বইয়ের লেখক : ড. স্পেন্সার জনসন
অনুবাদ : মোহাম্মদ আব্দুল লতিফ
প্রকাশনী : পান্ডুলিপি প্রকাশন
পৃষ্ঠা : ৭১
লেখকের সম্পর্কে :
স্পেন্সার জনসন, এম ডি একজন ইন্টারন্যাশনাল বেস্টসেলার লেখক যার লেখা পড়ে লক্ষ লক্ষ মানুষ সহজ সূত্র আবিষ্কার করে কম চাপের মধ্যে অনেক বেশি সুস্থ জীবন যাপন করছেন ও অধিক সফলতা অর্জন করেছেন।
তিনি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে সাইকোলজি থেকে বিএ পাস করেন এবং রয়েল কলেজ অব সার্জন থেকে এম ডি ডিগ্রি লাভ করেন । হার্ভার্ড মেডিকেল কলেজ ও মেয়ো ক্লিনিক থেকে মেডিকেল ক্লার্কশিপ অর্জন করেন।
তার লেখা বইগুলো মিডিয়াতে ব্যাপক প্রচারিত হয়। সিএনএন, টুডে শো, ল্যারি কিং লাইভ, টাইম ম্যাগাজিন, ইউএসএ টুডে, ওয়াল স্ট্রিট জার্নাল, এবং ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল তার লেখা বইগুলো বার বার আলোচনায় আনে ।
বিশ্বের একচল্লিশটি ভাষায় তার বই পাওয়া যাচ্ছে ।